Featured

Type Here to Get Search Results !

লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) কাউছার হামিদ।

ওইদিন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত মেলায় ভূমি অফিসের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সেবাগ্রহিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ সেবাগ্রহিতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের আশ্বাস দেন। 

আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুসসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার