Featured

Type Here to Get Search Results !

আজীবন বহিষ্কার গাঁজাসহ আটক বিএনপি নেতা জাফর

নিজস্ব সংবাদদাতা: গাঁজাসহ আটক  চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি জাফর আহমেদকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রামে র‌্যাবের হাতে ৩৯ কেজি গাঁজাসহ আটক হওয়ার ঘটনায় বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ইউনিয়ন সহ-সভাপতি জাফর আহমেদকে আজীবন বহিষ্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার (১৩ জুলাই) বিকেলে দলীয় প্যাডে লিখিতভাবে তাকে বহিষ্কার করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক (দফতর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মো. মিজানুর রহমান খাঁন।


লিখিত বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ এবং প্রমাণের ভিত্তিতে জাফর আহমেদকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তাকে দলের যেকোনো সভা-সমাবেশসহ সকল প্রকার দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এতে আরও উল্লেখ করা হয়, কোন ব্যক্তির অপরাধ এবং সংগঠন বিরোধী অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বহন করবে না। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।


উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁও এলাকায় র‌্যাব-০৭ এর অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ৩৯ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবকদল নেতা জাফর আহমেদকে আটক করা হয়। এ সময় তার তিন সহযোগীকেও আটক করে র‌্যাব। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানায়। এর আগে গত ১৪ মার্চ (শুক্রবার) চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম আহবায়ক মোঃ হেদায়েত উল্লাহ সবুজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালারপুল এলাকায় ২০ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক হন। এ সময় তার ভাই জোনায়েদ হোসেন মিলনসহ অপর ৩ সহযোগীকে আটক এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি অটো-রিক্সা জব্দ করে র‌্যাব। গাঁজা সহ স্বেচ্ছাসেবকদল নেতা আটকের খবরটি তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তার অপকর্মের দায় নেবেনা মর্মে উপজেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে তাকেও বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বহিষ্কারের পরও তাকে দলীয় বিভিন্ন কর্মকান্ডে সরাসরি দেখা গেছে। মাদক যেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের পিছুই ছাড়ছেনা। স্বেচ্ছাসেবকদল নেতাদের গর্হিত এমন কাজে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিব্রত বলে জানা গেছে। সারাদেশের ন্যায় চৌদ্দগ্রাম বিএনপি’র দলীয় শৃঙ্খলা নিয়েও জনমনে এখন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার