নিজস্ব প্রতিবেদক: আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে লাকসাম পৌরসভা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বাদ মাগরিব লাকসাম পৌরসভা জামায়াতের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী। পৌর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, মোঃ নুরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আকতার হোসেন আজাদী, ওয়ার্ড আমীর মাষ্টার আব্দুর রহমান, ফয়সাল মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।







.jpg)



