Featured

Type Here to Get Search Results !

দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির আয়োজনে কর্নেল আজিম স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে চারদলীয় ঐক্যজোট থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম. আনোয়ারুল আজিম স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির আয়োজনে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে লাকসাম পৌরসভা মিলনায়তনে প্রয়াত এ বিএনপি নেতার শোকসভা ও দোয়া অনুষ্ঠানে লাকসামের ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের সভাপতিত্বে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল আজিম স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, কর্নেল আজিম একজন সৎ ও যোগ্য লোক ছিলেন। তাঁর জীবদ্দশায় দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আজিম সাহেবের পর বিগত দিনে ভুল লোককে নির্বাচিত করায় ব্যবসায়ীসহ সকল শ্রেণীর লোক নিগৃহীত হয়েছে। কর্নেল আজিম তাঁর কৃতকর্মের জন্যই মানুষের মনে স্থান করে নিয়েছেন। কর্নেল আজিম ভালো মানুষ হিসেবে লাকসাম-মনোহরগঞ্জের মানুষের মনে বেঁচে থাকবেন অনন্তকাল। 

এ সময় তিনি আগামীতেও সৎ ও সঠিক লোককে নির্বাচিত করে এলাকার গণমানুষের কল্যাণে সকলকে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, ভুল লোক যাতে নির্বাচিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

শোকসভা ও দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান।

বনিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু ও আবু বকর জাহিদের পরিচালনায় শোকসভায় কর্নেল আজিমের নানা কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দেন, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন, হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা সভাপতি মাওলানা মুফতি আবু ইউসুফ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুন্নবী, বিএনপি নেতা আমির হোসেন, বনিক সমিতির সহ-সভাপতি মোঃ আবুল কালাম ভূঁইয়া, খোরশেদ আলম তুহিন, বণিক সমিতির সহ-সভাপতি ও মোবাইল এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রশিদ, সহ-সেক্রেটারি মহিউদ্দিন মজুমদার, পাদুকা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, লাকসাম স্যানেটারি ও টাইলস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ একেএম মহিউদ্দিন ছিদ্দিকী, হসপিটাল মালিক সমিতির ইকবাল হাফিজ, কাপড় ব্যবসায়ী সমিতির ইলিয়াস মাহমুদ তুহিন, ওয়ার্কশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন মজুমদার, মোঃ মহিন উদ্দিন মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে প্লাবন শিল্পী গোষ্ঠী দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার