Featured

Type Here to Get Search Results !

লাকসামে সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেলে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের নিকট এ স্মারকলিপি দেয়াকালে লাকসামে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সূত্রে জানা গেছে, ২৬ জুলাই রাতে চাঁদাবাজি মামলায় চিহ্নিত সন্ত্রাসী সফিউল্লাহকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করায় দৈনিক কালবেলা লাকসাম প্রতিনিধি মোঃ আবুল কালামসহ কয়েকজন সাংবাদিককে ফেসবুক লাইভে ‘দেখে নেয়ার’ হুমকি দেন গ্রেপ্তার হওয়া সফিউল্লার ছোট ভাই রেফায়েত হোসেন রায়হান। এ ঘটনায় সাংবাদিকমহলসহ জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরদিন ২৭ জুলাই ভুক্তভোগী সাংবাদিক নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন।

সাংবাদিকের নিরাপত্তা ও হুমকি দাতার বিচারের দাবিতে লাকসামের  উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের নিকট স্মারকলিপি প্রদানকালে সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, মশিউর রহমান সেলিম, নুর উদ্দিন জালাল আজাদ, কামাল উদ্দিন, ফারুক আল সারাহ, আব্দুর রহিম, মোঃ আবুল কালাম, এমএ মান্নান, শহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল হোসেন বাবুল, সেলিম চৌধুরী হিরা, শাহ নুরুল আলম, আব্দুল মালেক হিরণ, আহসান উল্লাহ, হামিদুল ইসলাম, আবদুর রশিদ, দেলোয়ার হোসেন মনির, জাহিদুল ইসলাম, ইঞ্জি. রিয়াদ ভূইয়া, মো. দেলোয়ার হোসেন,  গোলাম মাহবুব ছোবহানী রুবেল, মোঃ আমজাদ হোসেন, মোঃ নাজমুল ইসলাম প্রমুখ। 

এ সময় সাংবাদিকবৃন্দ অবিলম্বে হুমকি দাতা রায়হানকে গ্রেফতার এবং লাকসাম হাউজিংসহ বিভিন্ন স্থানে তার দোসরদের অপকর্ম রোধের দাবি জানান।

জবাবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, শুধু সাংবাদিক নয় যে কোন নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তিনি বলেন, সাংবাদিকের কাজই অন্যায় অসংগতি তুলে ধরা। সাংবাদিককে হুমকির বিষয়ে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার