নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ৩শ' ৬৬ কৃতি শিক্ষার্থীকে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে সংবর্ধনা দেয়া হয়েছে।
'ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো; জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে গড়বো' এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে লাকসাম উপজেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
আরো বক্তব্য রাখেন, গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রনজিৎ দাস, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, শিক্ষার্থীদের মাঝে অনুভূতি ব্যক্ত করেন, নাজমুল ইসলাম ও তাসনিম বিনতে কামাল।
এ সময় আতাকরা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেসবাহ উদ্দিন, আল আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদারসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)



