Featured

Type Here to Get Search Results !

জাতীয় সমাবেশ উপলক্ষে লাকসামে জামায়াতের লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ১. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ২. জুলাইসহ সকল গণহত্যার বিচার, ৩. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৪. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৫. জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, ৬. পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, ৭. এক কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থার দাবিতে আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে লাকসাম পৌরসভা জামায়াতের লিফলেট বিতরণ ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে লাকসাম উপজেলা সদরে লিফলেট বিতরণ করেন, কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহ। এসময় পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, মোঃ নুরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আকতার হোসেন আজাদী, অধ্যাপক আব্দুল কাহহার, ফয়সাল মুন্সি, শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম, ওয়ার্ড সভাপতি আরমান হোসেন আসিফসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতাকর্মীবৃন্দ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভা জামায়াতের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, মোঃ নুরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আকতার হোসেন আজাদী, ওয়ার্ড আমীর মাষ্টার আব্দুর রহমান, ফয়সাল মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম তুহিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার