নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের পাশের হার ছিল ৬৩ দশমিক ৬০ ভাগ। কিন্তু নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালযের সকল পরীক্ষার্থী ফেল করেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩২ জন শিক্ষার্থী। কিন্তু এদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বলেন, এবারের এসএসসি পরীক্ষা আমরা শতভাগ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করেছি। পরীক্ষা নিয়ে নাঙ্গলকোটের যে দুর্নাম ছিল তা থেকে আমরা বের হয়ে এসেছি। এতে করে নাঙ্গলকোটে এবারের পাশের হার বিগত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। যেসব প্রতিষ্ঠান তাদের লেখাপড়ার মান ঠিক রাখতে পারেনি তারা ফলাফল খারাপ করেছে। পড়ালেখার মানের কারণেই ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।







.jpg)



