Featured

Type Here to Get Search Results !

লাকসামে ৫ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ ও বিজরা বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (২০ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী অভিযানে সওজ'র জায়গায় অবৈধভাবে নির্মিত ৫ শ' শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় বিজরা বাজারে প্রায় ২০০টি এবং মুদাফরগঞ্জ বাজারে প্রায় ৩০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, সওজ'র প্রকৌশলী মো. আদনান ইবনে হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, “সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সওজ'র নকশার এলাইনমেন্ট অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ভবিষ্যতে কেউ পুনর্দখল করতে চাইলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, বিপুল পরিমাণ পুলিশ ও সেনা সদস্যের উপস্থিতিতে নির্বিঘ্নে অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরাও এ কাজে সহযোগিতার করেন।

তবে স্থানীয়রা জানান, রাজনৈতিক ছত্রছায়ায় এসব দোকান আবারও পুনর্দখল হওয়ার আশংকা রয়েছে।

এদিকে উচ্ছেদকৃত ব্যবসায়ীরা জানান, হঠাৎ উচ্ছেদে তারা বেকার হয়ে পড়েছে। তাদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার