নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দেবরের স্ত্রী ও ছেলেদের হামলায় গৃহবধূর দুই ছেলে গুরুতর আহত হয়েছে। শুধু তাই নয়, হামলাকারীরা তাদের পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহতরা লাকসাম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৬ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার আমদুয়ার এলাকায় এ ঘটনা ঘটে। ওই গ্রামের নাছির আহম্মেদের স্ত্রী সালমা বেগম জানান, তার দুই ছেলে নাঈম উদ্দিন জুয়েল (২১) ও নাজিম উদ্দিন (১৬) বাড়ির পাশের কড়ই গাছ থেকে ডাল কাটছিল। একপর্যায়ে একটি ডাল পাশের পুকুরে পড়ে গেলে পূর্ব শত্রুতার জেরে তার দেবরের স্ত্রী নার্গিস বেগম (৪০), দেবরের ছেলে নাজমুল হাসান নিলয় (২২) ও নাহিদুল ইসলাম নিরব (১৮)সহ বিবাদীরা লোহার রড ও এসএস পাইপ দিয়ে তার দুই ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে।
এ সময় হামলাকারীরা দুই ছেলেকে টেনে-হিঁচড়ে পুকুরে ফেলে ডুবিয়ে ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।