Featured

Type Here to Get Search Results !

লক্ষণপুরে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়নের জেলে বাড়ি এলাকায় জমি দখলের চেষ্টা ও বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুকুমার বর্মন (৫৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সুকুমার বর্মনের চাচাতো ভাই সঞ্জয় বর্মন (৩৮) ও কেশব বর্মন (৩৫) দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে ভাগ-বাটোয়ারা না হওয়া সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। যদিও উভয়পক্ষ আলাদাভাবে নিজেদের অংশে ভোগদখল করে আসছিলেন, তবুও বিবাদীরা একাধিকবার তার ভোগদখলকৃত জমিতে প্রবেশ করে মাটি ফেলে ভরাট ও গাছ কাটার উদ্যোগ নেয়।

ভুক্তভোগীর দাবি, তিনি ঢাকায় অবস্থানকালে গত ২ জুলাই সকালে বিবাদীরা সুযোগ বুঝে প্রায় ২০টি আকাশি ও কড়ই গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। এসময় তার ছেলে জনি বর্মন বাধা দিলে বিবাদীরা তাকে মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এর আগেও একই পরিবারের মধ্যে বিরোধের ঘটনা ঘটে। ২০১৯ সালের ৫ জুলাই ভুক্তভোগী সুকুমার বর্মন একই ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন। সেই অভিযোগে বলা হয়, বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে এবং শ্বাসরোধে হত্যার চেষ্টা চালায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ পরিবারে জমি সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে, যা কয়েক দফা মীমাংসার চেষ্টায়ও সমাধান হয়নি।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, “অভিযোগ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার