সোমবার (৬ অক্টোবর) বিকেলে লাকসাম দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোডে ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ঋণ গ্রহণের নামে এসআলম গ্রুপের লক্ষ কোটি টাকা লুটপাট ও ২০১৭-২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মীদের অবিলম্বে চাকুরী থেকে অপসারণের দাবিতে কুমিল্লার লাকসামে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লাকসাম শাখার সাধারণ গ্রাহকসহ বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশীরা।
ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগিরা অভিযোগ করে বলেন, আমরা ব্যাংকের সাধারণ গ্রাহক। আমরাই ব্যাংকের মূল চালিকা শক্তি। আমাদেরকে বাদ দিয়ে ব্যাংকের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এস আলম গ্রুপ একসময় ব্যাংকটিকে জোরপূর্বক দখল করে। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নামে-বেনামে ঋণ দেখানোসহ নানা কৌশলে ইসলামী ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে এসআলম গ্রুপ। দক্ষ কর্মীদের ছাটাই করে তখন তারা অবৈধভাবে অঞ্চলভিত্তিক অদক্ষ ও অযোগ্যদের এ ব্যাংকে নিয়োগ দিয়েছিলো। নিয়োগ বানিজ্যের মাধ্যমেও কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছিলো। দীর্ঘদিনের লুটপাট আর পরিচালনায় ব্যর্থ হয়ে এরা ব্যাংকের সাধারণ গ্রাহকদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। প্রবাসীসহ ব্যাংকের সাধারণ গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখার লক্ষ্যে এই ব্যাংকে জমা রেখেছিলো। ব্যাংকটির ব্যাপক লুটপাট আর অনিয়ম-দুর্নীতির ফলে আজ সাধারণ গ্রাহকরা তাদের গচ্ছিত আমানত ফেরৎ পাওয়ার বিষয়ে দুশ্চিন্তায় রয়েছে। এ অবস্থায় তারা সরকারসহ সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। ব্যাংকটিকে বাঁচাতে হলে অনতিবিলম্বে ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ ও অযোগ্য কর্মীদের অপসারণ করে পরীক্ষার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে মেধাবী ও যোগ্যদের নিয়োগ দিতে হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করার জন্য স্বচ্ছ তদন্ত কমিটি গঠন এখন সময়ের দাবি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে লুটপাটকারী এসআলম গ্রুপসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুর্নীতির মূলোৎপাটনে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় এনে অনন্য নজির স্থাপন করতে হবে। এ সময় তারা ব্যাংকের সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত আহবান জানান।
গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আস্থা ফিরে আসছে, তাই ডিপোজিটও বাড়ছে। এ সময় তারা ব্যাংকের উন্নয়নে সকল গ্রাহকসহ প্রবাসী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম লাকসাম উপজেলা সভাপতি সাবেক ব্যাংকার মোঃ আবুল হাশেম, সেক্রেটারি ফখরুল ইসলাম মাসুম, দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ নুরে আলম, মোঃ আব্দুর রহমান, ব্যাংকের গ্রাহক মোঃ আবুল কালাম, মাওলানা জাকির হোসেন, অহিদুর রহমানসহ বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশীরা। মানববন্ধনে শতশত গ্রাহক অংশগ্রহণ করেন।







.jpg)



