‘মধ্যযুগ’— শব্দটি শুনলেই অনেকের মনে ভেসে ওঠে অন্ধকার, পশ্চাৎপদতা ও কুসংস্কারের ছবি। কিন্তু ইতিহাসের সত্যিকারের প্রমাণ দেখায়, মুসলিম মধ্যযুগ ছিল জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা ও সাহিত্য ক্ষেত্রে এক স্বর্ণযুগ। অথচ আজকাল কিছু বিজাতীয় ও তথাকথিত শিক্ষিত মুসলিমই এই শব্দটি ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করছেন।
🌟 স্বর্ণযুগের আলোকবর্তিকা
খ্রিষ্টীয় অষ্টম থেকে পঞ্চদশ শতাব্দীকে মুসলিম ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। তখন বাগদাদ, কর্ডোভা, সমরকন্দ ও বুখারা ছিল জ্ঞানের প্রাণকেন্দ্র।
- বাইতুল হিকমা, বাগদাদ: মুসলিম, খ্রিষ্টান ও ইহুদি পণ্ডিতরা একসঙ্গে গবেষণা করতেন¹
- আল-খাওয়ারিজমি: Algorithm এবং আধুনিক গণিতের ভিত্তি স্থাপন²
- ইবনে সিনা (Avicenna): Canon of Medicine ইউরোপে ৬০০ বছর পাঠ্যবই³
- ইবনে রুশদ ও আল-ফারাবি: দর্শনের ভিত্তি স্থাপন⁴
- ইবনে হাইথাম: Book of Optics আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্র⁵
- কর্ডোভা বিশ্ববিদ্যালয়: প্রায় ৪ লক্ষ বইয়ের গ্রন্থাগার⁶
এই যুগে মুসলমানরা ধর্মের পাশাপাশি বিজ্ঞান, স্থাপত্য, চিকিৎসা, সাহিত্য—সবক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিলেন।
⚔️ অপপ্রচারের সূচনা
ইউরোপ যখন “ডার্ক এজ”-এ নিমজ্জিত ছিল, তখন মুসলিম বিশ্ব আলোকিত ছিল। পরবর্তীকালে ইউরোপীয় রেনেসাঁ মুসলিম জ্ঞানভাণ্ডার অনুবাদের মাধ্যমে শুরু হয়⁷।
কিন্তু রাজনৈতিক ও ধর্মীয় কারণে ইউরোপীয় লেখকরা ইচ্ছাকৃতভাবে ‘মধ্যযুগ’ শব্দটিকে অন্ধকারাচ্ছন্ন সময় হিসেবে উপস্থাপন করেন।
🕰️ মানসিক দাসত্বের পরিচয়
যখন কোনো মুসলমান ‘মধ্যযুগীয় চিন্তাধারা’ বলে ব্যঙ্গ করেন, তখন তিনি অজান্তেই নিজের ইতিহাসকে অপমান করেন। এটি শুধু অজ্ঞতা নয়, মানসিক দাসত্বের প্রতিফলনও।
আমাদের করণীয়
আমাদের দায়িত্ব হলো— ‘মধ্যযুগ’ শব্দের প্রকৃত অর্থ ফিরিয়ে আনা। নতুন প্রজন্মকে শেখাতে হবে মুসলিম সভ্যতার প্রকৃত অবদান। ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে নতুন স্বর্ণযুগের সূচনা করতে হবে।
তথ্যসূত্র
- D. Gutas, Greek Thought, Arabic Culture, Routledge, 1998.
- E. S. Kennedy & Mary G. S. Saliba, “The Astronomical Works of al-Khwarizmi,” Isis, 1962.
- Avicenna (Ibn Sina), The Canon of Medicine, Laleh Bakhtiar, 1999.
- Majid Fakhry, A History of Islamic Philosophy, Columbia University Press, 2004.
- A. I. Sabra, “Ibn al-Haytham, Alhazen,” Dictionary of Scientific Biography, 1972.
- Philip K. Hitti, History of the Arabs, Macmillan, 2002.
- George Sarton, Introduction to the History of Science, Carnegie Institution of Washington, 1927.






.jpg)



