Featured

Type Here to Get Search Results !

শিশুকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল বাইকারের

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে শিশুকে বাঁচাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় তানভীর হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

নিহত তানভীর পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার আমতলী গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ২য় ছেলে। সে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে তানভীর প্রতিদিনের ন্যায় মোটরসাইকেলযোগে লাকসাম আসছিলেন। সে লাকসামের মোহাম্মদপুর ঈদগাহ'র কাছে পৌঁছুলে একটি শিশু রাস্তার একপাশ থেকে অপরপাশে দৌড় দিয়ে হঠাৎ তার গাড়ির সামনে এসে পড়ে। এ সময় সে মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পেরে ঈদগাহের বাউন্ডারি দেয়ালের সাথে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে যায়। এ সময় অপরদিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তার উপর দিয়ে চলে যায়। এতে সে গুরতর আহত হয়। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা নিয়ে যেতে বলেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা ইদ্রিস মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

একইদিন বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, নিহতের বাড়ি মনোহরগঞ্জ এলাকায়। মনোহরগঞ্জ থানা পুলিশ আইন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার