লাকসামে বিশিষ্ট নাগরিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভায় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মাসুম বলেছেন, জুলাই সনদের আইনী ভিত্তি না থাকলে ভবিষ্যতে যে কোন অপশক্তি সংবিধানের দোহাই দিয়ে জুলাই আন্দোলনকে বেআইনি ঘোষণা করলে কিছুই করার থাকবে না। তখন আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশবিরোধী হিসেবে বিচার হবে। যারা জনগণের সাথে ষড়যন্ত্র করছে তারাই জুলাই সনদকে আইনী ভিত্তি দিতে চায় না। স্বৈরাচার যাতে আর মাথাচাড়া দিতে না পারে, ১৮ কোটি মানুষের স্বার্থে জুলাই আন্দোলনের আইনী ভিত্তি দিতে হবে। না হয় কোন নির্বাচন করতে দেয়া হবে না।
এটিএম মাসুম বলেন, ধোঁকা দিয়ে আর এদেশের মানুষকে বোকা বানানো যাবে না। দেশের ৭৭ ভাগ লোক পিআর -এর পক্ষে। বিশ্বের ৯৬টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়। আগামী নির্বাচনে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোন পক্ষের দিকে ঝুঁকে পড়লে এ সরকার জনতার আদালতে আসামি হবে। বিগত ১৫ বছর বাংলাদেশ কার্যত ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। চব্বিশের আগে এ দেশ বৃহৎ কারাগারে রূপ নিয়েছিল।
তিনি বলেন, বিগত ১৫ বছরে যারা জাল ভোট করেছে, গুম-খুন করেছে, লুটপাট আর লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি কোটি মানুষের উপর নজিরবিহীন জুলুম চালিয়েছে সেসব জালিমদের দৃশ্যমান বিচার করতে হবে।
মাওলানা এটিএম মাসুম বলেন, দেশে আইনের শাসন কায়েম হলে লুটপাট বন্ধ হবে। ৫৪ বছরে দেশে লুটপাট বন্ধ হয়নি। আমরা যদি ক্ষমতায় যাই সর্বপ্রথম লুটপাট বন্ধ করবো। জামায়াতে ইসলামী যদি ক্ষমতা যায় বেকার সমস্যা সমাধান করবো। দেশকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবো, শিক্ষা খাতকে উন্নত করবো, বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ হতে মুক্ত করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অমুসলিমদের অধিকার নিশ্চিত করবো। এভাবে দেশের স্বার্থে, দেশকে সমৃদ্ধির শিখরে নিয়ে যেতে জামায়াত ইসলামী সুনির্দিষ্ট এজেন্ডাসমূহ বাস্তবায়ন করবে। এ এজেন্ডা আগেই তৈরী রয়েছে।
জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নে বিশিষ্ট নাগরিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে বাইপাসস্থ গ্রীন ক্যাসেল হোটেল মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, সাবেক আমীর মাওলানা নূর মোহাম্মদ তাহেরী।
লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল ও পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহর সঞ্চালনায় সভায় সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, আলেম, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।






.jpg)



