Featured

Type Here to Get Search Results !

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীমুড়া কামিল মাদরাসায় এ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেটের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মোঃ শামছুদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর অশেষ কৃপায় চব্বিশের আন্দোলনে আমরা আজ মুক্ত পরিবেশ পেয়েছি। এ নেয়ামতকে কাজে লাগিয়ে দেশের প্রতি, জনগণের প্রতি আল্লাহর পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা যথাযথভাবে পালন করতে হবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে রুকনদের ভুমিকা হবে অনেক বেশি। লাকসাম-মনোহরগঞ্জের উপজেলার রুকনরা হবেন জ্ঞান-বিজ্ঞান ও পড়াশোনায় অনেক অগ্রবর্তি ও স্মার্ট। আপনাদের নেতৃত্বে প্রত্যেকটি ইউনিট-ওয়ার্ড, পাড়া-মহল্লায় ব্যাপক হারে জামায়াতের গণভিত্তি তৈরিতে অগ্রনী ভূমিকা থাকবে হবে। মানুষের পাশে গিয়ে তাদের সমস্যা সমাধানে নেতৃত্ব দিতে হবে। সমাজে জুলুম-নির্যাতন-অত্যাচার নির্মূল করে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতি সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে ইসলামের বিজয় নিশান উড়বে ইনশাআল্লাহ। এক্ষেত্রে রুকনদের স্বতঃস্ফূর্ত কর্মতৎপরতার মাধ্যমে নির্মোহভাবে ভূমিকা পালন করতে হবে।

লাকসাম পৌরসভা আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ সৈয়দ একেএম সরওয়ার  উদ্দিন ছিদ্দিকী, চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সহকারী সেক্রেটারি ডাঃ আব্দুল মুবিন, নির্বাচন পরিচালক ও সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ  সভাপতি মু. খায়রুল ইসলাম, লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী।  

সম্মেলনে কুরআনের শিক্ষা পেশ করেন, লাকসাম পৌরসভা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুহাম্মদ নূর মোহাম্মদ তাহেরী।

সম্মেলনে রুকনগণ ২০২৬-২৮ সেশনের জন্য আমীরে জামায়াত নির্বাচনে প্রত্যক্ষ ভোট দেন। সারা দেশে রুকনদের ভোটগ্রহণ শেষে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার