নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৩৩ বছরের ব্যবধানে স্কুল জীবনের সোনালী স্মৃতিতে আবারও ডুব দিতে আর পুরনো বন্ধুত্বের বাঁধন আরও একবার শানিত করতে কুমিল্লার কোটবাড়ি স্বপ্নচূড়া রিসোর্টে অনুষ্ঠিত হলো নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ৯২ ব্যাচের এক বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা। বন্ধুদের ভালোবাসার টানে সুদূর আমেরিকা থেকে উড়ে আসা বন্ধু তিতুমীরের উদ্যোগে শুক্রবার (১০ অক্টোবর) এ আনন্দঘন আয়োজন সম্পন্ন হয়।
দিনব্যাপী এই আয়োজনে পুরনো বন্ধুদের পেয়ে সবাই যেন ফিরে গিয়েছিলেন নিজ নিজ স্কুল জীবনে। সকাল থেকেই বন্ধুরা তাদের পরিবারসহ রিসোর্টে আসতে শুরু করেন। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। কুশল বিনিময়ের পর শুরু হয় গল্প, আড্ডা আর স্মৃতিচারণের এক অফুরন্ত আসর। ফেলে আসা দিনের মজার সব ঘটনা, শিক্ষকদের শাসন আর বন্ধুদের দুষ্টুমির কথাগুলো বলে সবাই যেন হাসির সাগরে ভেসেছেন।
আয়োজনের মূল উদ্যোক্তা বন্ধু তিতুমীর তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন,
"প্রবাসে থাকলেও দেশের বন্ধুদের কথা এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনি। সবার সঙ্গে আবারও দেখা করার, একসঙ্গে একটি দিন কাটানোর ইচ্ছাটা প্রবল ছিল। আজ সবাইকে একসঙ্গে হাসতে, গল্প করতে দেখে আমার আসাটা সার্থক মনে হচ্ছে। বন্ধুদের এই ভালোবাসাই আমার বড় পাওয়া।"
মিলনমেলায় অংশগ্রহণকারী বন্ধু মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, "তিতুমীরের এই উদ্যোগ প্রশংসার যোগ্য। তার কারণেই আজ আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এই দিনটি আমাদের জীবনের অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে।"
আয়োজনে শুধু ৯২ ব্যাচের বন্ধুরাই নন, তাদের স্ত্রী, সন্তানরাও অংশ নেয়ায় এটি একটি পরিপূর্ণ পারিবারিক অনুষ্ঠানে রূপ নেয়। মধ্যাহ্নভোজ, বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পুরো দিনটি ছিল উৎসবমুখর। অনুষ্ঠানের শেষে ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার করেন সবাই। পুরনো দিনের স্মৃতি রোমন্থন আর নতুন করে বন্ধুত্বের শপথ নেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই মিলনমেলা।
মিলনমেলায় অংশগ্রহণকারী বন্ধুদের মাঝে রয়েছেন- মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আহছান উল্লাহ, মোহাম্মদ আবু ছায়েদ, মো: শাহ আলম রাজু, মিজানুর রহমান, মোঃ আবুল কালাম আজাদ, মো কামাল উদ্দিন, মো: হারুন মোল্লা, মোঃ শাহীদুল হক সেলিম, ফেরদৌসী বেগম লাকি, সাইফুর রহমান স্বজল, মোঃ আনোয়ার হোসেন, আশীশ কুমার লৌহ, মোহাম্মদ আলী, জামাল পোদ্দার, মোঃ আবুল খায়ের, মোঃ শাখাওয়াত উল্যাহ ফুটন, স্বপন কুমার সিংহ, মোহাম্মদ শাহ জাহান, মো. কামাল উদ্দিন মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ আবদুর রহিম, মোঃ ছায়েদ, বিটু সাহা, মোহাম্মদ মনির হোসেন, মোঃ আবুল কালাম, মোঃ শাহ আলম ভূইয়া, মোহাম্মদ একরামুল হক মুন্না, মো: আবু ইউসুফ, হাসিনা পারভীন, উম্মে কাউছার পারভীন, লুৎফুন নাহার, পারভীন আক্তার, শাবানী বেগম, মোঃ আমিনুর রহমান আমিন, মোঃ রুহুল আমিন (শাহীন), মো: আনোয়ার হোসেন, মোঃ মাইনুদ্দিন সেলিম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আজাদুর রহমান পিরন, মোঃ শাহআলম, মোঃ শওকতুল আলম (শওকত), মোহাম্মদ বদরুদ্দোজা ভূঁইয়া শাহীন, জেসমিন আক্তার, মোঃ মনিরুল ইসলাম, পারভিন আক্তার, দিলরুবা সুলতানা শম্পা, মোঃ আওরঙ্গজেব খান রুবেল, মোহাম্মদ মুজাহিদুল আমিন সোহেল, মোঃ নাসির উদ্দিন, লতা, কাকলী, বাবু, মোশারফ হোসেন স্বপন।
বন্ধুত্বের এ বন্ধন যেন আজীবন অটুট থাকে এবং ভবিষ্যতেও এমন মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে বলে অংশগ্রহণকারী সবাই প্রত্যয় ব্যক্ত করেন।







.jpg)



