নিজস্ব প্রতিবেদক: লাকসাম পৌরসভা জামায়াতের ৩নং ওয়ার্ড যুববিভাগের উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, মহান আল্লাহ যদি সিদ্ধান্ত নেন আমাদের ক্ষমতায় বসাবে; তাহলে পৃথিবীর কোন শক্তি তা রুখতে পারবে না। আমাদের প্রতিপক্ষরা নৈতিকভাবে আমাদের মোকাবেলা করতে না পেরে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এটা তাদের দেউলিয়াপনা। আমরা ইসলামের বিজয় দেখতে পাচ্ছি। আমরা নিজ নিজ অবস্থান থেকে ময়দানে কাজ করলে আমাদের বিজয় আসবেই ইনশাআল্লাহ।ওয়ার্ড যুববিভাগের সভাপতি মোঃ আজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেনের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুববিভাগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, বাইতুল মাল সম্পাদক মেহেদী হাসান শাকিল, লোকমান হোসেন, মহিন উদ্দিন, সাইফুল ইসলাম, শরীফ হোসেন, শিফাত হোসেনসহ শতাধিক যুবক।