কুমিল্লা-৯ আসনে নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, লাকসাম উপজেলা নায়েবে আমীর হাফেজ মোশারফ হোসেন, সেক্রেটারি মু. জোবায়ের ফয়সাল, পৌরসভা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মু. শহিদ উল্লাহ, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, মনোহরগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান প্রমুখ।
কুমিল্লা-৯ আসনে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
Wednesday, October 22, 2025
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বিকেলে লাকসাম পৌরসভা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ সর্বোস্তরের নেতাকর্মীদের করণীয়-বর্জনীয় বিষয় তুলে ধরেন। এ সময় তিনি আমীরে জামায়াত ডাঃ সফিকুর রহমানের দিকনির্দেশনা ও পরিকল্পনা তুলে ধরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সকল জনশক্তিকে নির্বাচনী মাঠে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
Tags







.jpg)



