নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদে জাতীয় স্বার্থের বিরুদ্ধে 'না' এর পক্ষে অবস্থানকারীদের হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম বাইপাস এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় একটি একটি রাজনৈতিক দল জুলাই সনদে আমাদের মৌলিক বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন। যারা সংস্কারের বিপক্ষে 'না' এর পক্ষে অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করুন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে জনগণের রায়ই চূড়ান্ত হবে। যে নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও, এসআই হলেন আম্পায়ার, রেফারি। আমরা বিগত দিনে দেখেছি আম্পায়ার আর রেফারিরা খেলোয়াড় হয়ে উঠেছে। আমরা আবার দেখছি আম্পায়ার আর রেফারিদের খেলার মাঠে নামানোর চক্রান্ত চলছে।
হাসনাত বলেন, যারা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থা নিয়েছে তারাই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নেবে, ভোটের অধিকার কেড়ে নেবে। এদের বিষয়ে জাতিকে সজাগ থাকতে হবে।
এর আগে ফিতা কেটে কুমিল্লার লাকসাম উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র কার্যালয় উদ্বোধন করেন, এনসিপি কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
পথসভায় বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক (কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক) নাভিদ নওরোজ শাহ্।
জাতীয় নাগরিক পার্টি লাকসাম উপজেলা প্রধান সমন্বয়ক আল মাহমুদ (ফজলে রাব্বী)'র সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, জুলাই আন্দোলনে লাকসামের শহিদ জিসানের নানা জাবেদ মিয়া, এনসিপি কেন্দ্রীয় সংগঠক সালাউদ্দিন জাবের সৌরভ, লাকসাম উপজেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, কুমিল্লা জেলা এনসিপি যুগ্ম সমন্বয়ক মোঃ শাকিব হোসেন, মোঃ শরিফুজ্জামান, জাতীয় যুবশক্তি লাকসাম উপজেলা সমন্বয়ক আব্দুল কাইয়ুম হৃদয়, ছাত্র শক্তি লাকসাম সমন্বয়ক মোহাম্মদ মিনহাজ, কুমিল্লার যুগ্ম সমন্বয়ক শাহাদাত হোসেন, জাতীয় শ্রমিক শক্তি কুমিল্লার আমীর হোসেন, কুমিল্লা মহানগর যুগ্ম সমন্বয়ক ফারহা ইনবা, নাঙ্গলকোট উপজেলা এনসিপি সমন্বয়ক মোঃ আল আমিন, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মোঃ নাজমুল করিম রিটু, জাতীয় ছাত্র শক্তির কাজী নাছির, কুমিল্লা মহানগর সমন্বয়ক মাসুমুল বারী কাউছার, সোসাল এক্টিভিস্ট আব্দুল্লাহ আল জাবের।
মোস্তাফিজুর রহমান মাসুদের পরিচালনায় ও মোঃ আশিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সভায় এনসিপি ও যুবশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)



