Featured

Type Here to Get Search Results !

সাংবাদিক মিজানুর রশিদ হাজীপুরা বালিকা দাখিল মাদরাসার সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হাজিপুরা বালিকা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি  নির্বাচিত হয়েছেন মাদরাসার দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী সাংবাদিক মোঃ মিজানুর রশিদ। সোমবার (১৩ অক্টোবর) ম্যানেজিং কমিটির সদস্যের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। ৯ ভোটের মধ্যে তিনি ৭ ভোট পান।

মনোহরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও মাদরাসা ম্যনেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার কবির হোসেন  এ তথ্য নিশ্চিত করেন। 

মনোহরগঞ্জ উপজেলার হাজিপুরা গ্রামের সাবেক সরকারি কর্মকর্তা, বিশিষ্ট সমাজ সেবক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ এটিএম আব্দুল্লাহ সাহেবের মেঝো ছেলে নবনির্বাচিত সভাপতি মোঃ মিজানুর রশিদ এক প্রতিক্রিয়ায় জানান, আমার পিতা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমৃত্যু এ মাদরাসার উন্নয়নে, অত্রাঞ্চলের নারী শিক্ষার উন্নয়নে  কাজ করে গেছেন। আমার পিতার দেখানো পথ ধরে আমিও এ মাদ্রাসার সন্তাষজনক ফলাফল, শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। 

এ সমস্ত কাজ সম্পাদনে তিনি মাদরাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, এলাকার শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, মোঃ মিজানুর রশিদ দীর্ঘদিন ধরে লাকসাম বাজার টেলিকম ব্যবসায়ী সমিতির সভাপতি এবং লাকসাম বাজার বণিক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সূচনা লগ্ন থেকে লাকসাম সংবাদদাতা হিসেবে কাজ করছেন। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার