Featured

Type Here to Get Search Results !

সাংবাদিক অলিউল্লাহ নোমানকে প্রার্থী ঘোষণা জামায়াতের

জাগো লাকসাম ডেস্ক: সাংবাদিক অলিউল্লাহ নোমানকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয় সাংবাদিক অলিউল্লাহ নোমানকে। 

সোমবার (১ ডিসেম্বর) বিকালে হবিগঞ্জে জরুরি এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে নোমানকে প্রার্থী ঘোষণা করা হয়। দলের সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এ ঘোষণা দেন।  

সাংবাদিক অলিউল্লাহ নোমান জাতীয় দৈনিক আমার দেশে কর্মরত। তিনি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধাপরাধী মামলায় বিচারপতিদের স্কাইপ কেলেঙ্কারি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন করে আলোচনায় আসেন। 

দলীয় সূত্র জানায়, এই আসনে আগে প্রার্থী ছিলেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিসুর রহমান। তবে কেন্দ্রীয় নেতৃত্ব কৌশলগত পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়—যেখানে জনপ্রিয়তা, গণমাধ্যম উপস্থিতি এবং তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতাকে বিবেচনায় রাখা হয়েছে।

নেতারা মনে করছেন, অলিউল্লাহ নোমানের বিশ্লেষক পরিচিতি এবং জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা নির্বাচনি মাঠে দলের পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। 

ঘোষণার সময় এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘হবিগঞ্জ–৪ আসনে নতুন উদ্যম, নতুন নেতৃত্ব এবং তরুণসমর্থনের প্রতীক হিসেবে আমরা অলিউল্লাহ নোমানকে প্রার্থী ঘোষণা করছি। দলের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক ভিশন তিনি সফলভাবে জনগণের সামনে তুলে ধরতে পারবেন বলে আমাদের বিশ্বাস।’

সাংবাদিক অলিউল্লাহ নোমান বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। মানুষের কল্যাণে কাজ করব’। তিনি নির্বাচনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার