Featured

Type Here to Get Search Results !

লাকসামে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক দিনব্যাপী কৃষক-কৃষাণীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) লাকসাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এ প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, কুমিল্লা অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম ভূঁইয়া, লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলী আহমদ। 

নভেম্বরের ১৫ তারিখ থেকে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে বোরো বীজ লাগাতে হবে। ৫ টি পাতাযুক্ত চারা পরিপক্ক চারা। শৈত্য প্রবাহ হলে বীজতলা জমিতে দেড় থেকে দুই ইঞ্চি পানি রাখতে হবে। অতিরিক্ত শৈত্যপ্রবাহ হলে পুরনো পানি বের করে নতুন পানি, পারলে টিউবঅয়েলের পানি দিতে হবে। সকালে সুতা দিয়ে কুয়াশা ঝরিয়ে দিতে হবে। কয়েকদিন সূর্য না উঠলে দিনের বেলায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে। এছাড়াও জৈব সার উৎপাদন প্রণালী,  কোকো ডাস্ট ব্যবহার করে ট্রেতে চারা উৎপাদন, ভাসমান বেডে সবজি চাষ, সরিষা ও মাসকলাই চাষের কলা কৌশল, রিলে পদ্ধতিতে সবজি ও মসলা চাষ, ছাঁদ বাগান স্থাপন, পারিবারিক পুষ্টি  চাহিদা পূরণের জন্য সবজি উৎপাদনের কলা কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ‌। কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান বলেন,  আমরা দানাদার খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এখন আমাদের বিষমুক্ত খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। এই প্রকল্পের মাধ্যমে যারা প্রদর্শনী প্রাপ্ত হয়েছেন আপনারা বিষমুক্ত খাদ্য সবজি উৎপাদন করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার