Featured

Type Here to Get Search Results !

লাকসামে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের বিশেষ সভা

১০ম গ্রেড, শতভাগ পদোন্নতি, ১০ বছর ও ১৬ বছরে টাইম স্কেল দাবি 

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন, শতভাগ পদোন্নতি, ১০ বছর ও ১৬ বছরে টাইম স্কেলের বিষয়ে সরকারের ঘোষণা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলছে। কুমিল্লার লাকসামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ক্লাস বর্জন করে কেন্দ্র ঘোষিত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে আয়োজিত জরুরি সাধারণ সভায় ঘোষণা দেয়া হয়।
লাকসাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সেক্রেটারি মোঃ বিল্লাল হোসেন।
বাউরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সালেহ আহমাদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির, একরামুল হক মুন্না, তাপস কান্তি লোদ, মাসুম বিল্লাহ, সালমা জাহান প্রমুখ। উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫শ শিক্ষক সভায় অংশগ্রহণ করেন। শিক্ষকরা তিন দফা দাবির স্বপক্ষে বিভিন্ন বিভিন্ন যুক্তি তুলে ধরে অবিলম্বে সরকারের প্রতি তা বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় কেন্দ্র ঘোষিত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার