নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্কুল ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে লাকসাম রেলওয়ে হাইস্কুল (এ. মালেক ইনস্টিটিউশন) দল চ্যাম্পিয়ন হয়। খেলায় মোট ৭টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড় মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ হারুনুর রশিদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লাকসাম রেলওয়ে হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, আল আমিন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, রেলওয়ে হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)


