নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, জামায়াত মনোনীত প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। সোমবার (১৫ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার কাছ থেকে মনোনয়নপত্র নেন, কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।
জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ।
মনোনয়নপত্র সংগ্রহকালে রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাচন কমিশনের প্রতি জামায়াত নেতৃবৃন্দ লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানান।
অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান, সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।







.jpg)


