Featured

Type Here to Get Search Results !

মোশারফ হোসেন চৌধুরী কাঞ্চনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বৃহত্তর লাকসাম (লাকসাম, মনোহরগঞ্জ) উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন চৌধুরী কাঞ্চন (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

ওইদিন বাদ মাগরিব লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মুসুল্লির অংশগ্রহণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের বন্ধু মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আবুল বাশারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের জীবদ্দশার বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ,  বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 নামাজে জানাজা শেষে গন্ডামারা কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের ছেলে মইনুল হোসেন চৌধুরী হেলাল তার পিতার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার