নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর লাকসাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাই উপজেলা) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম ফেইস ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর লাকসাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা। বিশেষ অতিথি ছিলেন, এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল।
অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা নুরুজ্জামান জাহাঙ্গীর, সিনিয়র সহ-সভাপতি আমিরুল মোমেনিন ভূঁইয়া রতন, আশুতোষ মজুমদার খোকন, মোজাম্মেল হক মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, শিক্ষা সচিব সায়েম মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানের নিকট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ হস্তান্তর করা হয়। এ সময় বৃহত্তর লাকসাম কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার অংশ গ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার বৃহত্তর লাকসাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৩৩৯ জন বৃত্তি লাভ করে।