নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ৩ বছরের এক কন্যা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মাসুম বিল্লাহ (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীরামপুর সিভাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওইদিন রাতেই নিজ বাড়ী থেকে কিশোরকে আটক করা হয়। মাসুম বিল্লাহ ওই গ্রামের আবদুল হালিমের ছেলে। পেশায় সে রাজমিস্ত্রীর হেল্পার।
অভিযুক্ত মাসুম বিল্লাহ ওইদিন বিকেলে কাজ থেকে ফেরার সময় বাড়ির সামনে খেলতে থাকা ৩ বছরের ওই কন্যা শিশুকে কৌশলে তার নিজ ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এসময় শিশুটির আত্মচিৎকারে তার মা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে লাকসাম থানার উপপরিদর্শক মাকসুদুর রহমান ও এস আই নাজমুস সাকিব ওই রাতেই অভিযুক্ত মাসুম বিল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে লাকসাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।