Featured

Type Here to Get Search Results !

বর্ণিল আয়োজনে লাকসামে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বর্ণিল আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে দিনভর কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ এবং নৃত্য, দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রতিযোগিতায় উপজেলার প্রায় সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ-উচ্ছাস ছিল লক্ষণীয়।

প্রধান শিক্ষক মোঃ শাজাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খাজা মাইনুদ্দিন, ওমর ফারুক, সুমন চন্দ্র দেবনাথ, রবিউল হোসেন, প্রধান শিক্ষক কেশব কল্যাণ সাহা, শাহ আলম মজুমদার, সিরাজুম মুনির শাহ।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন, সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, শাহজাহানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

অতিথিবৃন্দ ৫৪টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শিক্ষা কর্মকর্তা জানান, খ বিভাগে প্রথম স্থান অর্জনকারীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার