লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৭ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান।
প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়াকে আনারস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শম্বু সাহাকে কাপ-পিরিচ ও উপজেলা জাসদ সভাপতি বিকাশ চন্দ্র সাহাকে দোয়াত-কলম, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মহব্বত আলীকে তালা, মোহাম্মদ আলমগীর হোসেনকে উড়োজাহাজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহাকে পদ্মফুল ও মিতা সাহাকে প্রজাপতি প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
লাকসাম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
অপরদিকে, একইদিন মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৭ জনের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনকে আনারস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবদুল মান্নান চৌধুরীকে ঘোড়া, বর্তমান ভাইস চেয়ারম্যান মোসাঃ আফরোজা কুসুমকে দোয়াত-কলম, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোঃ আমিরুল ইসলামকে তালা, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মনিরুজ্জামানকে টাইপ রাইটার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিরিন আক্তারকে প্রজাপতি ও বিলকিছ আক্তারকে ফুটবল প্রতীক দেয়া হয়। মনোহরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল হাসান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, প্রতীক নিয়ে প্রার্থীরা মাইকিংসহ প্রচারনায় নেমে পড়েছেন।
ভোটাররা জানান- বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির অংশগ্রহণ না থাকায় অনেকটা আওয়ামী লীগ ঘরানার লোকজন নিজেরাই নিজেদের মধ্যে এ নির্বাচনে লড়ছেন।
প্রথম ধাপের এ নির্বাচনে উপজেলা দুটিতে আগামী ৮ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।