জানা যায়, মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিন ইউনিয়নের নরহরিপুর গ্রামের লতিফ মাষ্টারের বাড়ীর মাদক কারবারি জিয়াউর রহমান (৩৬) তার বসত ঘরের পাশে খালি জায়গায় পরীক্ষামূলকভাবে গাঁজার গাছ লাগান। গোপন সংবাদের ভিত্তিতে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবিরের নেতৃত্বে এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই জাহিদ হোসেন, এসআই জহির উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৮ ফুট উচ্চতার সবুজ পাতায় আবৃত গাঁজা গাছটি গাছটি শেকড়সহ তুলে আনেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি জিয়াউর রহমান পালিয়ে যায়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নরহরিপুর লতিফ মাষ্টারের বাড়ীর মাদক কারবারি জিয়াউর রহমানের দো-চালা বসত ঘরের পশ্চিম পাশে খালি জায়গায় রোপনকৃত ডাল-পালা এবং সবুজ পাতা দ্বারা আবৃত শিকড়সহ আনুমানিক ৮ ফুট উচ্চতার একটি গাঁজা উদ্ধার করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান পালিয়ে যায়। সে ওই বাড়ীর মৃত আব্দুর রশিদের ছেলে। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।