নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহের মাঠ পর্যায়ের কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার লাকসামে দিনব্যাপী বিনামূল্যে হাঁস-মুরগীর ঔষধ বিতরণ করা হয়েছে। লাকসাম প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে শনিবার (২০ এপ্রিল) উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী আশ্রয়ণ প্রকল্প ও আশেপাশের এলাকায় গবাদিপশু ও হাস মুরগির কৃমিনাশক, ভিটামিন ও অন্যান্য ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম রকিবুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
ডাঃ এ.কে.এম রকিবুল হাসান জানান, বিনামূল্যে গবাদিপশু ও হাস মুরগির কৃমিনাশক, ভিটামিন ও অন্যান্য ঔষধ বিতরণ কর্মসুচীতে এলাকার জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী আশ্রয়ণ প্রকল্প ও আশেপাশের এলাকায় গবাদিপশু ও হাঁস-মুরগি পালনকারী শতাধিক খামারির মাঝে বিনামূল্যে কৃমিনাশক, ভিটামিন ও অন্যান্য ঔষধ বিতরণ করা হয়।