নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে 'চট্টলা মেজ্জন' রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে রেস্টুরেন্ট উদ্বোধন করেন, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী।
এর আগে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ফতেহপুর জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা সাদেক আলী।
উত্তর লাকসামস্থ চাঁদপুর রেল গেইটের উত্তর পাশে মনোরম পরিবেশে ব্যতিক্রমধর্মী এ রেস্টুরেন্টটি এলাকার নানা বয়সী নারী-পুরুষের মাঝে আগ্রহের সৃষ্টি করেছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মজির আহমেদ, লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার, সাবেক কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাজাহান মজুমদার, সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, আজগরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া সুমন, লাকসাম জেনারেল হসপিটালের এমডি আলী আক্কাস, চট্টলা মেজ্জন রেস্টুরেন্ট মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, ইমরান মজুমদার মজনু, খোরশেদ আলম স্বপন ও আফসার উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে লাকসামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও নানা পেশার লোকজন অংশগ্রহণ করেন।