
নিজস্ব প্রতিবেদক: তীব্র দাবদাহে কুমিল্লার লাকসামে প্রায় ষাট হাজার শ্রমজীবী, পথচারী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১০ হাজার বোতল পানি ও ১০ হাজার স্যালাইন বিতরণ করা হয়। ২১ এপ্রিল থেকে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার লাকসাম দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা, আল আমিন ইনস্টিটিউট, দৌলতগঞ্জ এতিমখানা, মদিনাতুল উলুম মাদরাসা, লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রেলওয়ে হাইস্কুলের (এ. মালেক ইনস্টিটিউট) শতশত শিক্ষার্থীসহ পশ্চিমগাঁও, দৌলতগঞ্জ বাজার, বাইপাস ও জংশন এলাকায় শ্রমজীবী, পথচারী, রিকশা চালক ও মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম, পৌর কাউন্সিলর মনসুর আহমদ মুনসি, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম, প্রচার সম্পাদক মোজাম্মেল হক, ফরিদ হোসেনসহ নেতাকর্মীবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় গত ২১ এপ্রিল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ পর্যন্ত প্রায় ষাট হাজার লোকের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
তিনি বলেন, যতদিন দাবদাহ থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম চলবে।