নিজস্ব প্রতিবেদক: লাকসামে তীব্র দাবদাহে একটু প্রশান্তি দিতে লাকসামে পথচারী ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও প্রবাসীর সহযোগিতায় ৫ হাজার বোতল পানি ও ৫ হাজার স্যালাইন বিতরণ করা হয়।
ওইদিন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ও কুয়েত প্রবাসী আলমগীর হোসেনের সহায়তায় লাকসাম দৌলতগঞ্জ বাজার, বাইপাস ও জংশন এলাকায় পথচারী, রিকশা চালক ও লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং রেলওয়ে হাইস্কুলের (এ. মালেক ইনস্টিটিউট) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম, প্রচার সম্পাদক মোজাম্মেল হক, সদস্য ফরিদ হোসেনসহ নেতাকর্মীবৃন্দ।
এ সময় কাউন্সিলর খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নির্দেশনায় গত ২১ এপ্রিল থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। এ কাজে অনেকেই সহযোগিতায় এগিয়ে আসছেন। যতদিন দাবদাহ থাকবে ততদিন আমাদের এ কার্যক্রম চলবে।