নিজস্ব প্রতিবেদক: সিরডাপ (CIRDAP) গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যায় লাকসাম উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা সভা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, ভারতের সাথে হওয়া কোন চুক্তিই আমাদের স্বার্থের পরিপন্থী হয়নি। ছিটমহল বিনিময়ে আমরা অধিক লাভবান হয়েছি। ছিটমহলবাসী কোন জমি বিক্রি করতে পারতেন না। আমরা এ বিষয়টি সমাধান করেছি।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন, আমাকে দ্বিতীয় বার স্থানীয় সরকার মন্ত্রী বানিয়েছেন। এর আগেও তিনি আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। আমি সঠিকভাবে সেসব দায়িত্ব পালনে সক্ষম হয়েছি।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, লাকসাম মনোহরগঞ্জে শত শত কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে, শত শত ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদরাসার ভবন হয়েছে। স্বাভাবিকভাবেই এ উন্নয়ন চলবে। আপনারা আমাকে সংসদে পাঠিয়েছেন আইন প্রণয়নের জন্য, উন্নয়ন কাজ করার জন্য। এ উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ কারো বিরুদ্ধে বলা আমার খুবই অপছন্দ। আজ যারা ছাত্রলীগে আছে তারা যুবলীগে যাবে, যারা যুবলীগে আছে আওয়ামী লীগে যাবে। আপনারাই ভবিষ্যতে চেয়ারম্যানের মেম্বার হবেন। অন্যদেরকে, নতুন প্রজন্মকে জায়গা করে দিতে হবে।
লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়ার সভাপতিত্বে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হীরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, ওমর ফারুক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম মুন্নি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ সময় ঢাকাস্থ লাকসাম মনেহয়গঞ্জ বঙ্গবন্ধু ফোরামের সভাপতি অহিদ উল্লাহ মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলীসহ উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।