Featured

Type Here to Get Search Results !

নওমুসলিম প্রতিবন্ধী মনু মিয়ার মূখে স্বস্তির হাসি

নিজস্ব সংবাদদাতা: হিন্দু থেকে মুসলিম হওয়া প্রতিবন্ধী মনু মিয়া দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিনযাপন করছিলেন। একদিকে প্রতিবন্ধী, অন্যদিকে ইসলাম ধর্ম গ্রহন করায় পৈতৃক ভিটা-জায়গা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন মনু মিয়া। তাই প্রতিবন্ধী নওমুসলিম মনু মিয়ার মূখে হাঁসি ফোটাতে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন, লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারের ব্যবসায়ী, প্রবাসী ও স্থানীয় জনসাধারণ। শনিবার বাজারের ব্যবসায়ী, প্রবাসী ও এলাকার জনসাধারণের অর্থায়নে ১ লাখ ৬০ হাজার টাকায় একটি অটো রিকশা উপহার দেন অসহায় নওমুসলিম প্রতিবন্ধী মনু মিয়াকে। 

অটোরিকশা পেয়ে মনু মিয়ার মূখের হাসি বলে দেয়, এ যেন স্বপ্নের চাইতেও বেশি কিছু পেলেন তিনি। প্রতিবন্ধী অসহায় মনু মিয়ার হাতে আটো তুলে দেন, মুদাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদুল ইসলাম শাহিন, বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন, উদ্দোক্তা ইকবাল হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, মুদাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম আলমগীর, প্রবাসী আনোয়ার পাটোয়ারী, রবি মজুমদার, উক্ত বাজারের ব্যবসায়ী হিরন, ব্যাবসায়ী সোলেমান আশিক। সুন্দর এই মানবিক কাজের জন্য আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এলাকাবাসী জানান, এমন প্রচেষ্টায় অসহায় মনু মিয়ার সংসারে কিছুটা হলেও আলো ফুটবে, স্বচ্ছলতা আসবে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার