Featured

Type Here to Get Search Results !

জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন পুলিশ সুপার সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম)

পুলিশ সদস্যদের জীবনাচারে শুদ্ধাচার চর্চার আহবান আইজিপির 
নিজস্ব প্রতিবেদক: সততা, কর্মদক্ষতা, পেশাদারিত্ব, সেবা গ্রহীতাদের সাথে সদ্ব্যবহারসহ সার্বিক কর্মকাণ্ড বিবেচনায় জাতীয় শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হলেন, কুমিল্লা জেলায় পদায়নকৃত, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।
বৃহস্পতিবার (২৭ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইনটিগ্রিটিতে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ সুপার সাইদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।

পুলিশ সদস্যদের জীবনাচারে শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম জীবনাচারে শুদ্ধাচার চর্চার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইনটিগ্রিটিতে বাংলাদেশ পুলিশ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ আহবান জানান।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন, ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বিপিএম।

অতিরিক্ত আইজিবৃন্দ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

শুদ্ধাচার পুরস্কারে ভূষিতদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা সকলের কাছে অনুকরণীয় হবেন, যাতে আপনাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়।

অনুষ্ঠানে আইজিপি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। 

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১৮৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম (বার), পিপিএম এবং ট্যুরিস্ট পুলিশের নারায়ণগঞ্জ জোনের সাব-ইন্সপেক্টর সবুজ কুমার দেব।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার