নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ভুল ডিজাইনে তৈরি করা সওজ'র ব্রীজের পানির তোড়ে ভাঙ্গছে এলজিইডি'র রাস্তা। ঘটনাটি ঘটেছে উপজেলার মুদাফরগঞ্জ এলাকায়।
জানা গেছে, উপজেলার মুদাফরগঞ্জ-নাগঝাটিয়া-কাগৈয়া সড়কটি পার্শ্ববর্তী মুদাফরগঞ্জ-চিতোষী সড়কে সদ্য নির্মিত ব্রীজের নীচ দিয়ে প্রবাহিত পানির তোড়ে ভেঙ্গে যাচ্ছে। মুদাফরগঞ্জ-নাগঝাটিয়া-কাগৈয়া সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। অপরদিকে, মুদাফরগঞ্জ-চিতোষী সড়কটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ)। দুটো রাস্তার সংযোগ স্থলের অদূরে সওজ সম্প্রতি একটি ব্রীজ নির্মাণ করে। ব্রীজটি খালের মুখে আড়াআড়ি না করে সোজাসুজিভাবে নির্মাণ করায় চলতি বর্ষার বর্ষণে স্বাভাবিক স্রোতেই অপর পাশের সড়ক ভেঙে পড়ছে। এতে মারাত্মক দুর্ঘটনাসহ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল হাশেম জানান, প্রায় কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে ব্রীজটি তৈরি করেছে সড়ক ও জনপথ বিভাগ। অথচ একটু ভুলের কারণে ব্রীজের নীচ দিয়ে প্রবাহিত পানির তোড়ে আরেকটি রাস্তা ভেঙ্গে যাচ্ছে।
অটোরিকশা চালক শামীম জানান, আমরা নিয়মিত এ সড়কে যাতায়াত করি। গত দু'তিন দিন ধরে ব্রীজের পানির তোড়ে রাস্তা ভেঙ্গে পড়ছে। এ স্থান দিয়ে যাতায়াত করতে ভয় লাগে। একটু অসাবধান হলেই গাড়ি নিয়ে খালে পড়তে হবে।
লাকসাম উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মিশুক কুমার দত্ত বলেন, ভুল ডিজাইনে তৈরি করা সড়ক ও জনপথ বিভাগের ব্রীজ আমাদের রাস্তা ভাঙ্গছে। রাস্তাটি ভাঙ্গলে এলাকাবাসী ভোগান্তি পোহাবে। বর্তমানে এ রাস্তা রক্ষা কঠিন হয়ে পড়েছে।
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ওই ব্রীজটি চাঁদপুর বিভাগের অধীনে।
সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ আলীউল বলেন, ব্রীজ নির্মাণের ডিজাইনে আমাদের ভুল হয়েছে কিনা বলতে পারছি না। সরেজমিনে দেখে ব্যবস্থা নেবো।