নিজস্ব প্রতিবেদক: আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনন্য কীর্তি স্থাপন করলেন লাকসামের কৃতিসন্তান ডাঃ ফাবলিহা আনবার মুকিত। ডাঃ ফাবলিহা আনবার মুকিত ইউনিভার্সিটি অব টেনেসি হেলথ সায়েন্স সেন্টারের চক্ষুবিদ্যা বিভাগের হ্যামিলটন আই ইনস্টিটিউট থেকে কৃতিত্বের সাথে ফেলোশীপ অর্জন করেন।
সম্প্রতি তিনি HARVARD-MASS EYE AND EAR OPHTHALMIC PATHOLOGY FELLOWSHIP 2025 এবং ASOPRS OCULOFACIAL PLASTIC SURGERY FELLOWSHIP 2025-2027 এর জন্য মনোনীত হন। ইতিপূর্বে ডাঃ ফাবলিহা আনবার মুকিত UNIVERSITY OF CENTRAL FLORIDA COM CLASS OF 2020 এবং UTHSC-HAMILTON EYE INSTITUTE OPHTHALMOLOGY RESIDENCY CLASS OF 2024 সম্পন্ন করেন।
ডাঃ ফাবলিহা আনবার মুকিতের চাচা লাকসামের বিশিষ্ট ব্যক্তিত্ব জুবিলি অয়েল মিলের স্বত্বাধিকারী মোঃ সিরাজুল হক জানান, আমেরিকায় স্থায়ীভাবে বসবাসরত আমার বড় ভাই ডাঃ নাসিরুল হকের বড় মেয়ে ডাঃ ফাবলিহা আনবার মুহিতের এই অর্জন আমাদের পুরো পরিবারকে গর্বিত করেছে।
উল্লেখ্য, ডাঃ ফাবলিহা আনবার মুকিত লাকসামের শ্রীয়াং আলহাজ সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়, জুবিলি অয়েল মিলের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও ডাঃ রফিকুল হোসেনের নাতনী।
এদিকে, ডাঃ ফাবলিহা আনবার মুকিতের এ অর্জনে ইউনিভার্সিটি অব টেনেসি হেলথ সায়েন্স সেন্টারের চক্ষুবিদ্যা বিভাগের হ্যামিলটন আই ইনস্টিটিউট তাদের নিজস্ব ফেসবুক পেইজে তাকে বিশেষ অভিনন্দন ও স্বাগত জানিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে উল্লেখ করেন, "Extending a huge congratulations to our very own Dr. Mukit on her ASOPRS match today!! We are so excited to have you back in a year and welcome you as a fellow!"