Featured

Type Here to Get Search Results !

ইঞ্জিন বিকল হয়ে ট্রেন বিলম্বের ঘটনায় বিক্ষুব্ধ যাত্রীদের স্টেশন ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ইঞ্জিন বিকল হয়ে ট্রেন বিলম্বের ঘটনায় রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ যাত্রীরা। শনিবার (২২ জুন) সন্ধ্যায় কুমিল্লার লালমাই রেল স্টেশনে এ ঘটনা ঘটে। 

রেলসূত্র ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ৫টা ১০  মিনিটে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে   লালমাই রেল স্টেশনে দাঁড়িয়ে যায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়লে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। এ ট্রেনটি ও ই স্টেশনে স্টপেজ ছিল না 

এদিকে, আটকে পড়া ট্রেনের যাত্রীরা ট্রেনের বিলম্বের কারণে স্টেশনে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা স্টেশনে ভাংচুর চালায়। ট্রেনের বিক্ষুব্ধ যাত্রীদের ছোঁড়া ইট-পাটকেলে স্টেশনের বিভিন্ন কক্ষের বেশ কয়েকটি দরজা-জানালার কাঁচ ভেঙ্গে যায়। এ সময় ট্রেনে থাকা নারী-শিশুসহ অন্যান্য যাত্রী ও রেল কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে। 

লালমাই রেলস্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, কর্ণফুলী ট্রেনের যাত্রীরা হঠাৎ স্টেশন এলাকায় বিক্ষোভ করতে থাকে।একপর্যায়ে তারা স্টেশনের ভবনে ইট- পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বিশ্রামাগারের ৪/৫টি জানালার কাঁচ ভেঙে যায়। 

এদিকে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের পর কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি প্রায় তিন ঘন্টা বিলম্বে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার