Featured

Type Here to Get Search Results !

লাকসামে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার ষষ্ঠ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে পূনঃনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়ার সভাপতিত্বে পরিষদের মাসিক সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলা সদরে যানজট নিরসন, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়।

পরে উপজেলা পরিষদের মাসিক সভায় নতুন ভবনে দপ্তরসমূহের স্থানান্তর, লাকসাম হাউজিং এস্টেটের বাসিন্দাদের অতিরিক্ত জায়গা ছেড়ে দেয়া, আগামী ২৮, ২৯ ও ৩০ জুন অর্থনৈতিক শুমারি পরিচালনা, এইচএসসি ও আলিম পরীক্ষা চলাকালে যানজট ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা, আশ্রয়ণ প্রকল্পে যারা থাকেন না কিংবা হস্তান্তর করেছে তাদের বরাদ্দ বাতিল, ট্রাক্টরে মাটি পরিবহন নিষিদ্ধ, ১৫ জুলাইয়ের মধ্যে রাস্তার পাশের পুকুরের পাড় বাঁধানোর জন্য পুকুর মালিকদের বাধ্যবাধকতা, উপজেলা মডেল মসজিদের খতিব, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগসহ পরিষদের বিভিন্ন সাবকমিটি পূনর্গঠন বিষয়ে আলোচনা ও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

পরিষদের মূখ্য কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অংশগ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, বাকই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল, মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহীন, মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ সওদাগর, কান্দিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, উত্তরদা ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হোসেন, আজগরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, লাকসাম পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আলী আহম্মদ, লাকসাম থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন খান, রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার, উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, পরিসংখ্যান কর্মকর্তা মাসুম বিল্লাহ, সমবায় কর্মকর্তা মোঃ শাহজাহান, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা মনিষা পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার