Featured

Type Here to Get Search Results !

২০ দিনেও খোঁজ মিলেনি বৃদ্ধা আমেনার

নিজস্ব সংবাদদাতা: ২০ দিনেও খোঁজ মিলেনি কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়নের বিরুলী গ্রামের মজুমদার বাড়ির বৃদ্ধা আমেনা বেগমের (৬৫)। বৃদ্ধার স্বজনেরা তাকে খুঁজে পেতে বিভিন্ন স্থানে ছুটোছুটি করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউনিয়নের বিরুলী মজুমদার বাড়ির আট সন্তানের জননী বৃদ্ধা আমেনা বেগম মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। গত ৮ জুন (শনিবার) সকাল ১১টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হন আমেনা বেগম। ইতিমধ্যে তার সন্তান ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা দিশেহারা। 

এ বিষয়ে বৃহস্পতিবার (২৭জুন) নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেছে আমেনা বেগমের স্বজনরা। নাঙ্গলকোট থানার সাধারণ ডায়েরি নং ১২৯২। আমেনা বেগমের সন্ধান পেলে ০১৬২০ ৬৫১০৩২ , ০১৮৪২ ৫৫৩৩৫৮ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি তদন্ত সাইফুল ইসলাম জানান, নিখোঁজ বৃদ্ধা মহিলাকে সন্ধানের চেষ্টা চলছে। বিভিন্ন থানায় ইতিমধ্যে ম্যাসেজ পাঠানো হয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার