নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম-ঢাকা রুটে চলাচলকারী সেই তিশা বাসটি পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টায় নাঙ্গলকোটের লোটাস চত্বর থেকে খোয়া যাওয়া বাসটি বিকেলে ঢালুয়া এলাকায় পাওয়া গেছে।
লাকসাম তিশা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হোসেন জানান, তিশা ট্রান্সপোর্ট এক্সক্লুসিভ (ঢাকা-মেট্রো-ব-১৫-৭১৮৩) বাসটির মালিক হাবিবুর রহমান। আমি বাসটি পরিচালনা করি। চালক বৃহস্পতিবার নাঙ্গলকোটের লোটাস চত্তরে বাসটি পার্কিং করে রাখেন। সেখান থেকে ভোর সাড়ে ৪টার দিকে বাসের হেলপার ড্রাইভিং শেখার জন্য নিয়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে ওই উপজেলার ঢালুয়া এলাকায় রাস্তায় বাসটি রেখে হেলপার পালিয়ে যায়। ভয়ে আমাদের কিছু জানায়নি। পরে খোঁজ পেয়ে সেখান থেকে বাসটি উদ্ধার করা হয়। তবে আমরা ভেবেছিলাম বাসটি চুরি হয়েছে।