নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা মোঃ শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, সৌদি আরবের রিয়াদ শাখার কুমিল্লা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর ইসলাম।
এক শোকবার্তায় তিনি উল্লেখ করেন, ''ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের সফল সভাপতি, অত্যন্ত মার্জিত ভাষার অধিকারী, বিশিষ্ট সামাজিক ও রাজনীতিক ব্যক্তিত্ব উপজেলার সাইকচাইল দক্ষিণপাড়া আব্দুল মালেক মেম্বার বাড়ি নিবাসী মোঃ শাহজাহান ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ মরহুমের জীবনের ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন! আমিন।''
উল্লেখ্য, সাইকচাইল দক্ষিণপাড়ার আব্দুল মালেক মেম্বার বাড়ি নিবাসী মোঃ আব্দুস ছালামের ছোট ছেলে, ১১নং বিপুলাসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহজাহান গত ১৭ জুন বিকেল সোয়া ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইদিন রাত সাড়ে ১০টায় মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযায় প্রতিবেশি ও জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
স্থানীয় লোকজন জানান, মরহুম মোঃ শাহজাহান সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সত্য-ন্যায় স্পষ্টভাষী, অত্যন্ত বিনয়ী ও মার্জিত ভাষার অধিকারী এবং উত্তর হাওলা, খিলা, নাথেরপেটুয়া ও বিপুলাসার ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ ছিলেন।