Featured

Type Here to Get Search Results !

সিগন্যাল ত্রুটির কারণে লাকসামে সোনার বাংলা ট্রেনের অযাচিত যাত্রা বিরতি

নিজস্ব প্রতিবেদক: সিগন্যাল ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন লাকসামে অযাচিতভাবে যাত্রা বিরতি করেছে। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় লাকসাম জংশনের আউটার পৌর শহরের উত্তর লাকসাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, লাকসাম জংশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি নেই। কিন্তু জংশন স্টেশনে প্রবেশ মূখের সিগন্যাল পয়েন্টে লালবাতি জ্বলতে থাকায় ট্রেনটি আউটারে দাঁড়িয়ে যায়। পরে সবুজ সংকেত দেখালে ১০ মিনিট বিলম্বে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় ট্রেনের যাত্রীদের মাঝে উৎকণ্ঠা সৃষ্টি হয়। ট্রেনটি লাকসাম-গৈয়ারভাঙ্গা রোডের লেভেলক্রসিংয়ে অবস্থান করায় ওই সড়কে যানজট সৃষ্টি হয়।

তারা বলেন, এ সময় চট্টগ্রাম থেকে অন্য কোন ট্রেন এসে পড়লে ভয়াবহ দুর্ঘটনার আশংকা ছিল।

এ ঘটনায় লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। 

এ বিষয়ে সিগন্যাল বিভাগের দায়িত্বে থাকা কেবিন মাষ্টার ইকবাল হোসেন বলেন, সিগন্যাল কন্ট্রোল বোর্ড কাজ না করায় এ ঘটনা ঘটে। বোর্ডটি ডার্ক হয়েছিল। পরে সিগন্যাল বোর্ড ঠিক হলে সবুজ সংকেত দেখালে ট্রেনটি ১০ মিনিট পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উল্লেখ্য, একই ধরনের সিগন্যাল ত্রুটির কারণে গত বছরের ১৬ এপ্রিল লাকসাম চট্টগ্রাম রুটের হাসানপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সাথে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে অর্ধশত যাত্রী আহত হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার