লাকসাম ওয়ালিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মৌকারা দরবারের পীর সাহেব, আমিরুস সালেকিন মাওলানা শাহ মোহাম্মদ নেছার উদ্দিন ওয়ালিউল্লাহী।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ জাহিদুল মাওলা চৌধুরী হেলালের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ উল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র আলহাজ খলিলুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে তৃতীয়বার নির্বাচিত লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলীকে ক্রেস্টসহ ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ।