নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ পোনা মাছ বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলার আটটি ও ইউনিয়ন ও পৌরসভার প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ করেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ সিদ্দিকী।
ঐদিন উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার ১৩৮ জন প্রান্তিক মৎস্য চাষীর মাঝে ৬ কেজি হারে ৮৩০ কেজি পোনা মাছ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, লাকসাম প্রেস ক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিম, সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, খামার ব্যবস্থাপক তাজুল ইসলাম, উপ-সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী, মৎস্যচাষী রফিকুল ইসলাম, মাহবুবুর রহমানসহ অন্যান্য মৎস্যচাষী ও কর্মকর্তাবৃন্দ।