Featured

Type Here to Get Search Results !

লাকসামে জাতীয় যুব দিবস পালিত

বৈষম্য হীন দেশ গড়ার শপথ

নিজস্ব প্রতিবেদক: 'দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্য হীন বাংলাদেশ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও যুব ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বৈষম্যহীন দেশ গড়ার শপথ নেন, যুব উদ্যোক্তাসহ যুব সংগঠনের নেতৃবৃন্দ।

ওইদিন সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, গণ উদ্যোগ বালিকা উচ্চ ও কলেজের অধ্যক্ষ রনজিত চন্দ্র দাশ, লাকসাম প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিম।

বক্তব্য রাখেন, সাংবাদিক শহিদুল ইসলাম শাহীন, যুব উদ্যোক্তা নুরুন্নবী রতন, নাজমুন নাহার খন্দকার, উম্মে হায়দার আরজু, ভিক্টোরি অব হিউম্যানিটির রবিউল হোসেন রাকিব, চাঁদগাঁও যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ সোহরাব হোসেন, মানবতার তরে মানব প্রেমী সভাপতি মিজানুর রহমান।

সালাউদ্দিন সিহাবের পরিচালনায় অনুষ্ঠানের শেষে যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ গ্রহিতা, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার